গণিতভীতি বাংলাদেশের একটি বড় সমস্যা। এ সমস্যার জন্য বেশ কয়েকটি কারণ দায়ী- গতানুগতিক লেকচারভিত্তিক শিক্ষাব্যবস্থা, মানসম্পন্ন শিক্ষা উপকরণের অভাব, ত্রুটিপূর্ণ মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি। এসব কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্রমাগত শিখন ঘাটতি তৈরি হচ্ছে যা তাদের স্বাভাবিক গণিত শিক্ষার কার্যক্রমকে ব্যাহত করছে। তাই দেশীয় সমস্যা সমাধান উপযোগী, জাতীয় কারিকুলাম ভিত্তিক এবং শিখন যোগ্যতা যাচাই করে এরকম গণিতের শিক্ষা উপকরণ ৩য় – ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে, যার মাধ্যমে তারা গণিতের বিভিন্ন বিষয় বাস্তব অভিজ্ঞতার আলোকে বুঝবে এবং ক্রমবর্ধমান গণিতভীতি কাটিয়ে উঠে নিজ ঘরে কিংবা বিদ্যালয়ে অংশগ্রহণমূলক পবিবেশে গণিত শিখবে।
বাংলার ম্যাথের টিম বাংলাদেশের প্রথম ম্যাথেমেটিক্স লার্নিং কিটবক্স তৈরি করছে যার মাধ্যমে শিক্ষার্থীরা গণিতভীতি কাটিয়ে উঠে বিষয়টিকে ভালোবাসতে শিখবে। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের শিক্ষার্থীরা সহজেই গণিতের মানসম্মত শিক্ষা উপকরণ পাবে যা তাদেরকে আগামী বিশ্বের জন্য একজন দক্ষ সমস্যা সমাধানকারী করে তুলবে। সে স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি।
A strategic number game that is designed to practice various properties of number and basic operations like addition
The year long workshop will continue into three parts- Part I, Part II, Part III.
The problem solving strategy is the primary focus of the program while embarking on any particular concept. Each topic will be discussed from basic level to a broad spectrum. So, the program is designed for inquisitive learners who may be (or not) a beginner but wants to go far.
For immediate response, send your message to our Facebook page: facebook/BanglarMath
You can also reach us by-
Cell: 01738-143459, 01828458737, 01536264079
Email: contact.banglarmath@gmail.com