In our academic studies, we follow a specific curriculum. For example: NCTB curriculum for Bengali medium, Cambridge/EdExcel/IB curriculum for English medium students. Usually, a students from any medium learns the topic that related to the curriculum.
আমাদের একাডেমিক পড়াশোনা একটি নির্দিষ্ট কারিকুলাম মেনে সাজানো থাকে। যেমন: আমাদের দেশে বাংলা মাধ্যমের জন্য এনসিটিবি কারিকুলাম এবং ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কেমব্রিজ/এডএক্সেল/আইবি কারিকুলাম প্রচলিত। একজন শিক্ষার্থী কোন শ্রেণিতে কোন বিষয়ের কী কী টপিক সম্পর্কে জানতে সেটি কারিকুলামের সাথে সম্পর্কিত।
গণিতের কথাই ধরা যাক। এনসিটিবিতে একজন শিক্ষার্থী ৯ম-১০ম শ্রেণিতে ইউক্লিডিয়ান জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগাণিতিক পদের বিস্তৃতি ইত্যাদি সম্পর্কে ধারণা পায়। অপরদিকে ইংরেজি মাধ্যমের একই শ্রেণির শিক্ষার্থী স্থানাঙ্ক জ্যামিতি, গ্রাফ, বিন্যাস-সমাবেশ এবং ক্যালকুলাসের প্রাথমিক ধারণা পায়। আবার আমরা যদি গণিত অলিম্পিয়াডের প্রশ্ন কাঠামোর দিকে লক্ষ করি, সেখানে দেখতে পারো যে প্রশ্নগুলো মোটাদাগে বীজগণিত, জ্যামিতি, গণনাতত্ত্ব ও সংখ্যাতত্ত্ব এই টপিকগুলো থেকে করা হয়। উল্লেখিত বিষয়গুলোতে ভালো হতে হলে প্রথমত একাডেমিক গণিতে দক্ষ হয়ে উঠতে হবে। একইসাথে, গণিতের নতুন নতুন বিষয় জানা এবং সেগুলো নিয়ে চিন্তা করার আগ্রহ থাকতে হবে।
সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির হয়ে যারা প্রথমবারের মত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যায়, তাদের কাছে অলিম্পিয়াডের প্রশ্নগুলো একটু দুর্বোধ্য কিংবা চ্যালেঞ্জিং মনে হতে পারে। কেননা একাডেমিকের সাথে সেরকম মিল হয়তো তারা খুঁজে পায় না। আমরা বাংলার ম্যাথ থেকে সবসময় চেষ্টা করি শিক্ষার্থীরা যেন গণিত বিষয়টিকে ভয় না পায়, বরং চিন্তা করে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হয়ে উঠে। এই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে নবম – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য Olympiad Preparation Program by Banglar Math এর দ্বিতীয় পর্ব যেখানে থাকবে অলিম্পিয়াড লেভেলের বিভিন্ন টপিকে গাণিতিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় সকল দিক-নির্দেশনা।
পাঁচ মাস ব্যাপী প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বর ২০২৪ এর প্রথম সপ্তাহ থেকে, চলবে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। প্রতি সপ্তাহে দুইটি করে সেশন থাকবে। সেশনগুলো হবে তাত্ত্বিক বা থিওরি, সমস্যা সমাধান ও মক পরীক্ষার সমন্বয়ে। গণিত অলিম্পিয়াডের সাথে জড়িত অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ সেশনগুলো পরিচালনা করবেন।
রবিবার এবং বৃহস্পতিবার >> সন্ধ্যা ৭টা – রাত ৮.৩০টা ( Sunday and Thursday, 7pm – 8.30pm)
নিবন্ধন ফি পাঠানোর উপায় (How to send Registration fees)
Bkash: +8801738-143459 (বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে এই নাম্বারটি টাইপ করে ফি জমা দিন)
ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করার জন্য নিচের বাটনে ক্লিক করুন (To register in the workshop, click the following button):
প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির ফ্রি এসেসমেন্ট এক্সাম দেয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন (To give free assessment exam of Primary and Junior category, click the following button):
Academic Counselor, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)
Coordinator, Gonit Ishkul (BdMOC)
Academic Mentor, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)
For immediate response, send your message to our Facebook page: facebook/BanglarMath
You can also reach us by-
Cell: 01738-143459, 01828458737, 01536264079
Email: contact.banglarmath@gmail.com
Join our community today and stay one step ahead!
Copyright © 2024 Banglar Math