To have the best mathematics learning experience service, you can see the below links:
Prepare primary and secondary-level school teachers for demonstrating math more engagingly in the classroom. We offer training programs for the educators who want to change the lives of students.
আজকের আয়োজনটি আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল। বাংলার math-এর সঙ্গে যুক্ত হয়ে নতুন বিষয়গুলো শিখতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এ আয়োজন শিখার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং চিন্তার বিকাশ ঘটিয়েছে। আমি বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য অত্যন্ত কার্যকর হবে। যারা এই আয়োজন পরিচালনা করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ।
Assistant Teacher
Parent
Student
আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। বাংলার math নিয়ে এমন আয়োজন শিখার্থীদের মেধা এবং সৃজনশীলতাকে আরও প্রসারিত করেছে। আমার বিশ্বাস, এ উদ্যোগ ভবিষ্যতে অনেক প্রতিভার জন্ম দিবে। এই আয়োজনের সফলতার জন্য আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
Student
বাংলার math-এর আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এটি শিখার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষত, এই আয়োজন থেকে শিক্ষার্থীরা যে অনুপ্রেরণা পেয়েছে, তা তাদের ভবিষ্যতে আরও বড় কিছু করার পথে এগিয়ে নিয়ে যাবে। এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি।
Student
Student
Student
Student
বাংলার math-এর আজকের আয়োজনে অংশগ্রহণ করা আমার জন্য সত্যিই একটি সম্মানের বিষয়। এই আয়োজন থেকে আমি নতুন কিছু শিখেছি, যা আমার শিক্ষাজীবনে দারুণভাবে কাজে লাগবে। আয়োজক এবং অংশগ্রহণকারী সকলের জন্য রইল শুভকামনা। এমন আয়োজনে ভবিষ্যতেও অংশগ্রহণের সুযোগ চাই।
Parent