Olympiad Preparation Program- 2024

 

আমাদের একাডেমিক পড়াশোনা একটি নির্দিষ্ট কারিকুলাম মেনে সাজানো থাকে। যেমন: আমাদের দেশে বাংলা মাধ্যমের জন্য এনসিটিবি কারিকুলাম এবং ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কেমব্রিজ/এডএক্সেল/আইবি কারিকুলাম প্রচলিত। একজন শিক্ষার্থী কোন শ্রেণিতে কোন বিষয়ের কী কী টপিক সম্পর্কে জানতে সেটি কারিকুলামের সাথে সম্পর্কিত।

গণিতের কথাই ধরা যাক। এনসিটিবিতে একজন শিক্ষার্থী ৯ম-১০ম শ্রেণিতে ইউক্লিডিয়ান জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগাণিতিক পদের বিস্তৃতি ইত্যাদি সম্পর্কে ধারণা পায়। অপরদিকে ইংরেজি মাধ্যমের একই শ্রেণির শিক্ষার্থী স্থানাঙ্ক জ্যামিতি, গ্রাফ, বিন্যাস-সমাবেশ এবং ক্যালকুলাসের প্রাথমিক ধারণা পায়। আবার আমরা যদি গণিত অলিম্পিয়াডের প্রশ্ন কাঠামোর দিকে লক্ষ করি, সেখানে দেখতে পারো যে প্রশ্নগুলো মোটাদাগে বীজগণিত, জ্যামিতি, গণনাতত্ত্ব ও সংখ্যাতত্ত্ব এই টপিকগুলো থেকে করা হয়। উল্লেখিত বিষয়গুলোতে ভালো হতে হলে প্রথমত একাডেমিক গণিতে দক্ষ হয়ে উঠতে হবে। একইসাথে, গণিতের নতুন নতুন বিষয় জানা এবং সেগুলো নিয়ে চিন্তা করার আগ্রহ থাকতে হবে।

সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির হয়ে যারা প্রথমবারের মত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যায়, তাদের কাছে অলিম্পিয়াডের প্রশ্নগুলো একটু দুর্বোধ্য কিংবা চ্যালেঞ্জিং মনে হতে পারে। কেননা একাডেমিকের সাথে সেরকম মিল হয়তো তারা খুঁজে পায় না। আমরা বাংলার ম্যাথ থেকে সবসময় চেষ্টা করি শিক্ষার্থীরা যেন গণিত বিষয়টিকে ভয় না পায়, বরং চিন্তা করে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী হয়ে উঠে। এই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে নবম – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য Olympiad Preparation Program by Banglar Math এর দ্বিতীয় পর্ব যেখানে থাকবে অলিম্পিয়াড লেভেলের বিভিন্ন টপিকে গাণিতিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় সকল দিক-নির্দেশনা।

পাঁচ মাস ব্যাপী প্রোগ্রামের কার্যক্রম শুরু হবে আগামী সেপ্টেম্বর ২০২৪ এর প্রথম সপ্তাহ থেকে, চলবে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। প্রতি সপ্তাহে দুইটি করে সেশন থাকবে। সেশনগুলো হবে তাত্ত্বিক বা থিওরি, সমস্যা সমাধান ও মক পরীক্ষার সমন্বয়ে। গণিত অলিম্পিয়াডের সাথে জড়িত অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ সেশনগুলো পরিচালনা করবেন।

In our academic studies, we follow a specific curriculum. For example: NCTB curriculum for Bengali medium, Cambridge/EdExcel/IB curriculum for English medium students. Usually, a students from any medium learns the topic that related to the curriculum. 

Let’s consider the subject of mathematics. In the NCTB curriculum, a student of Grade IX – X gets the idea of Euclidian Geometry, Trigonometry, Expansion of Algebraic Terms, etc. On the other hand, a student of the same grade in the English medium gets basic concepts of Coordinate geometry, Graphs, Combinatorics, Calculus, etc. However, if we observe the question pattern of the Mathematical Olympiad, we can see that the questions are mostly from Algebra, Geometry, Counting, and Number Theory concepts. To have a good command over these topics, a learner must master the academic concepts. At the same time, he/she should have an interest in knowing and thinking about new topics in mathematics. 
 
Banglar Math is going to arrange a 5-month-long workshop titled Olympiad Preparation Program, Part-02 for the students of  Secondary and Higher Secondary Categories (Grade 9 – Grade 12) to guide them in the right direction. The primary target of this workshop is to focus on problem-solving strategies that will help the students excel in various Olympiad exams. The workshop will start on the first week of September 2024 and continue till January 2025. There will be two sessions each week. Each session will combine theory, problem-solving, and a mock exam. Sessions will be conducted by the renowned instructors of the Math Olympiad.
 

সেশন সময়সূচী (Schedule of the Sessions)

অনলাইন ব্যাচ (Online Batch):
রবিবার এবং বৃহস্পতিবার >> সন্ধ্যা ৭টা – রাত ৮.৩০টা ( Sunday and Thursday, 7pm – 8.30pm)

নিবন্ধন ফি (Registration Fee):
৭০০০* টাকা (এককালীন), 7000* Tk (one installment)
**আগামী ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করলে ৫০০ টাকা ছাড়!

নিবন্ধন ফি পাঠানোর উপায় (How to send Registration fees):
Bkash: +8801738-143459  (বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে এই নাম্বারটি টাইপ করে ফি জমা দিন)

অথবা, সরাসরি বিকাশ পেমেন্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন (For direct Payment, click in the following link):
 

রেজিস্ট্রেশন লিঙ্ক (Registration Link): registration.OlympiadPreparationProgram-2024

যে কোন প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ পাঠাতে পারেন। (For any query, please send text in our Facebook page.)
অথবা সরাসরি যোগাযোগ করুন (You can also contact directly),
মোবাইল নম্বর (Mobile No.): 01738-143459, 01511-143459
WhatsApp: 01738-143459, 01511-143459

ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করার জন্য নিচের বাটনে ক্লিক করুন (To register in the workshop, click the following button):

ফ্রি এসেসমেন্ট এক্সাম দেয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন (To give free assessment exam, click the following button):

Mentor's List

The workshop’s mentor lineup is full of brilliant young minds who have been actively working with the Bangladesh Mathematical Olympiad for years. They all strongly believe in the idea of learning math with fun.

Olympiad Preparation Mentor_Ashraful

Ashraful-Al-Shakur

Academic Counselor, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)

Olympiad Preparation Mentor_Jani

Sabbir Ahmed

Coordinator, Gonit Ishkul (BdMOC)

Olympiad Preparation Mentor_Farhan

Farhan Uddin

Academic Mentor, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)

Photos of Other Workshop

Frequently Asked Questions (FAQs)

See your query about the workshop here...

The problem solving strategy is the primary focus of the program while embarking on any particular concept. The program is solely designed for the aspirants who want to do well in the Math Olympiad competitions. We are offering other courses for the beginners, this workshop is not for them.

Each session will last for max. 2 hours. Theoretical discussion in a single session will not be more than 1.5 hours. Every session will combine theory, dedicated problem solving and, sometimes mock exam.

Yes. You have to use your transaction id (you’ll get that immediately after completing the payment) in the registration form. Without that, you can’t submit the form.

The number in the event description (01738-143459) is a bkash personal number. From your nearest shop where mobile banking is available, you can send the amount without any hassle.

For immediate response, send your message to our Facebook page: facebook/BanglarMath

You can also reach us by-
Cell: 01738-143459, 01828458737, 01536264079
Email: contact.banglarmath@gmail.com