Workshops

UPCOMING WORKSHOP

Art of Learning Math - Part Two (2023)

ALM Workshop Part-02

আমরা তো ছোটবেলা থেকে অনেক অঙ্ক করি। তারপরও কেন যেনো আমাদের অনেকের এ বিষয়ে ব্যুৎপত্তি হয় না। গণিত অনেকের কাছে একটা ভয়ের বিষয় হয়েই থাকে! আমরা এ বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা সমস্যা সমাধানের পদ্ধতি যাও কিছুটা শেখে, তার কারণগুলো সেভাবে উপলব্ধি করে না কিংবা তাদেরকে শেখানোর পথটাও দেখানো হয় না। ফলস্বরূপ, একাডেমিক কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিন্ন ধাঁচের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়।

এ ব্যাপারগুলোকে সামনে রেখে প্রাথমিক (৩য়-৫ম শ্রেণি) এবং নিম্নমাধ্যমিক (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এর শিক্ষার্থীদের জন্য বাংলার ম্যাথ নিয়ে আসছে বছরব্যাপী ওয়ার্কশপ “গণিত বোঝার হাতেখড়ি“। পুরো বছর এ ওয়ার্কশপ তিনটি পর্বে– পর্ব-০১, পর্ব-০২ এবং পর্ব-০৩ হিসেবে চলমান থাকবে। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোন গাণিতিক সমস্যাকে নতুন আঙ্গিকে চিন্তা ও সমাধান করার পদ্ধতি শিখবে যা পরবর্তীতে তাদেরকে একাডেমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন: গণিত অলিম্পিয়াড) ভালো করতে সহায়তা করবে।


তিন মাস
 ব্যাপী ওয়ার্কশপের পর্ব-০২ এর কার্যক্রম শুরু হবে আগামী জুন মাসের মাঝামাঝি থেকে, চলবে এ বছরের আগস্ট মাস পর্যন্ত। প্রতি সপ্তাহে দুইটি করে সেশন থাকবে। সেশনগুলো হবে তাত্ত্বিক বা থিওরি, সমস্যা সমাধান ও মক পরীক্ষার সমন্বয়ে। গণিত অলিম্পিয়াডের সাথে জড়িত অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ সেশনগুলো পরিচালনা করবেন।

Since our childhood, we have solved a lot of math problems. Yet many of us do not have a proper understanding of it. If we put it right, mathematics is a scary subject for many students.We have thought a lot about this issue (or the whole ‘fear’ event). Our primary observation is that many of our students do not perceive the idea of solving a math problem in a particular way. There must be a reason why we take a path while solving a problem. Again, a problem may have multiple logical ways to reach the answer, and this part is the true beauty of math. Our fellow learners are often unaware of these facts as they do not get the opportunity to understand mathematics. As a result, they continuously face trouble in academic life and other competitive environments (like Math Olympiad). 
‘Banglar Math’ brings a year long workshop titled “Art of Learning Math: Part One” to students of the Primary Section (Grade 3-Grade 5) and Lower Secondary Section (Grade 6- Grade 8 ) to address these problems. The workshop will continue into three sections– Part I, Part II, Part III.  The primary target of the workshop is to introduce an effective problem-solving strategy that will help the students to excel in academic and competitive exams.
The 3-month-long workshop of Part II will start on the mid of June, 2023 and continue till August, 2023. There will be two sessions in every week. Each session will combine theory, problem-solving, and a mock exam. The sessions will be conducted by renowned instructors of Math Olympiad.

 

সেশন সময়সূচী (Schedule of the Sessions)

প্রাইমারি ক্যাটাগরি (Primary Category)

সরাসরি ব্যাচ (হাইব্রিড মডালিটি):
শনিবার>> দুপুর ৩টা-বিকেল ৫টা (সরাসরি)
বুধবার>> সন্ধ্যা ৭টা-রাত ৯টা (অনলাইন)

অনলাইন ব্যাচ:
রবিবার এবং বৃহস্পতিবার >> সন্ধ্যা ৭টা – রাত ৯টা

জুনিয়র ক্যাটাগরি (Junior Category)

সরাসরি ব্যাচ (হাইব্রিড মডালিটি):
শনিবার>> বিকেল ৫টা – বিকেল ৭টা (সরাসরি)
বুধবার>> সন্ধ্যা ৭টা – রাত ৯টা (অনলাইন)

অনলাইন ব্যাচ:
রবিবার এবং বৃহস্পতিবার >> সন্ধ্যা ৭টা – রাত ৯টা

অফলাইন লোকেশন (Offline Location):
হাউজ নং ৪১৬, রোড নং ৩০, মহাখালি ডিওএইচএস, ঢাকা।

House: 416, Road: 30, Mohakhali DOHS, Dhaka

অনলাইন প্লাটফর্ম (Online Platform):
Zoom Platform

নিবন্ধন ফি (Registration Fee):
সরাসরি সেশনের জন্য- ৭৫০০ টাকা (Offline Session – 7500Tk)
অনলাইন সেশনের জন্য- ৫৫০০ টাকা (Online Session- 5500Tk)

নিবন্ধন ফি পাঠানোর উপায় (How to send Registration fees):

Bkash: +8801738-143459 (বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে এই নম্বরটি টাইপ করে ফি জমা দিন)
অথবা, সরাসরি বিকাশ পেমেন্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন (For direct Payment, please click in the following link):
 
ওয়ার্কশপ রেজিস্ট্রেশন লিঙ্ক (Registration Link):  registration.ArtOfLearningMath
যে কোন প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ পাঠাতে পারেন। (For any query, please send text in our Facebook page.)
অথবা সরাসরি যোগাযোগ করুন (You can also contact directly),
মোবাইল নম্বর (Mobile No.): 01738-143459, 01536264079, 01828458737
WhatsApp: 01738-143459

CURRENT WORKSHOP

Art of Learning Math - Part One (2023)

গণিত বোঝার হাতেখড়ি ~ Art of Learning Math Workshop, 2023
আমরা তো ছোটবেলা থেকে অনেক অঙ্ক করি। তারপরও কেন যেনো আমাদের অনেকের এ বিষয়ে ব্যুৎপত্তি হয় না। গণিত অনেকের কাছে একটা ভয়ের বিষয় হয়েই থাকে! আমরা এ বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা সমস্যা সমাধানের পদ্ধতি যাও কিছুটা শেখে, তার কারণগুলো সেভাবে উপলব্ধি করে না কিংবা তাদেরকে শেখানোর পথটাও দেখানো হয় না। ফলস্বরূপ, একাডেমিক কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিন্ন ধাঁচের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের বেশ বেগ পেতে হয়।
এ ব্যাপারগুলোকে সামনে রেখে প্রাথমিক (৩য়-৫ম শ্রেণি) এবং নিম্নমাধ্যমিক (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এর শিক্ষার্থীদের জন্য বাংলার ম্যাথ নিয়ে আসছে “গণিত বোঝার হাতেখড়ি- প্রথম পর্ব” নামের ১২ সপ্তাহব্যাপী এলিমেন্টারি ওয়ার্কশপ। ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোন গাণিতিক সমস্যাকে নতুন আঙ্গিকে চিন্তা ও সমাধান করার পদ্ধতি শিখবে যা পরবর্তীতে তাদেরকে একাডেমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে।

তিন মাস ব্যাপী ওয়ার্কশপ শুরু হবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে, চলবে এ বছরের মে মাস পর্যন্ত। প্রতি সপ্তাহে দুইটি করে সেশন থাকবে। সেশনগুলো হবে তাত্ত্বিক, সমস্যা সমাধান ও মক পরীক্ষার সমন্বয়ে। গণিত অলিম্পিয়াডের সাথে জড়িত স্বনামধন্য প্রশিক্ষকবৃন্দ সেশনগুলো পরিচালনা করবেন।

নিবন্ধন ফি (Registration Fee):
সরাসরি সেশনের জন্য ৭৫০০ টাকা (Offline – 7500Tk)
অনলাইন সেশনের জন্য ৫০০০ টাকা (Online – 5000Tk)

নিবন্ধন ফি পাঠানোর উপায় (How to send Registration fees):
Bkash: +8801738-143459  (বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে এই নম্বরটি টাইপ করে ফি জমা দিন)
অথবা, সরাসরি বিকাশ পেমেন্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন (For direct Payment, please click in the following link):
 
রেজিস্ট্রেশন লিঙ্ক (Registration Link): registration.ArtOfLearningMath
যে কোন প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ পাঠাতে পারেন। (For any query, please send text in our Facebook page.)
অথবা যোগাযোগ করুন (You can also contact through),
মোবাইল নম্বর (Mobile No.): 01738-143459, 01536264079, 01828458737 
WhatsApp: 01738-143459

PAST WORKSHOPS

সংখ্যা থেকে Geometry

সংখ্যা থেকে জিওমেট্রি (Number to Geometry workshop)

গণিতে যেসব মূল বিষয় নিয়ে আলোচনা করা হয় (যেমন: বীজগণিত, জ্যামিতি, পাটিগণিত, ত্রিকোণমিতি ইত্যাদি), এদের প্রত্যেকটিই একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। জ্যামিতির কথাই ধরা যাক;  জ্যামিতিতে আমরা ত্রিভুজ কিংবা চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন উপপাদ্যের সাথে পরিচিত হই যেখানে সংখ্যা বা বীজগণিতের অনেক ধারণার প্রয়োগ হয়, পীথাগোরাসের উপপাদ্য থেকে আমরা নিমিষেই বলে দিতে পারি যে, যেকোনো সমকোণী ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্যই বিজোড় সংখ্যা হওয়া সম্ভব না! আবার, জ্যামিতির সদৃশতা সম্পর্কিত সমস্যা সমাধানে অনুপাতের বিভিন্ন বৈশিষ্ট্য জানা থাকা লাগে। এভাবে আরও অজস্র উদাহরণ দেয়া যায় যেখানে একটি সমস্যা সমাধানের জন্য একইসাথে একাধিক বিষয়ের জ্ঞান প্রয়োগ করতে হয়!

এ ব্যাপারগুলোকে সামনে রেখে ৮ম-১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলার ম্যাথ নিয়ে আসছে “সংখ্যা থেকে জিওমেট্রি” নামের ৮ সপ্তাহব্যাপী ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটিতে সংখ্যা এবং জ্যামিতির বিভিন্ন ধারণার পাশাপাশি এদের মধ্যকার সম্পর্কগুলো নিয়ে বিশদ আলোচনা করা হবে। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সংখ্যা ও জ্যামিতি সম্পর্কিত সমস্যাকে নতুন আঙ্গিকে চিন্তা করতে শিখবে যা পরবর্তীতে তাদেরকে একাডেমিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে।

ওয়ার্কশপটি শুরু হবে ডিসেম্বরের ১১ তারিখ থেকে। ৮ সপ্তাহব্যাপী এই ওয়ার্কশপে প্রতি সপ্তাহে ৩ টি করে সেশন থাকবে। প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত সেশনগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। একাডেমিক সেশন ছাড়াও থাকবে নিজেকে যাচাই করার জন্য মূল্যায়ন পরীক্ষা এবং অনুশীলনের জন্য পর্যাপ্ত গাণিতিক সমস্যার তালিকা।

 

The fundamental topics discussed in mathematics (such as algebra, geometry, trigonometry, etc.), are highly interlinked with each other in many ways. Consider geometry; In geometry, we do introduce various theorems related to triangles or quadrilaterals, where different concepts of numbers or algebra are applied. Again, from Pythagoras’s theorem, we can intuitively conclude that the lengths of the three sides of any right triangle cannot be odd numbers! Further, geometric problems based on Similarity require an understanding of the basic concepts of proportion. We can name hundreds of topics this way, where the idea of multiple areas must be applied simultaneously to solve an individual problem.

To address these things, ‘Banglar Math’ brings an 8-week-long workshop titled “Number2Geometry” to the students of Grade-8 to Grade-12. The primary objective of this workshop is to discuss the topics “Number” and “Geometry” and their relationship. The workshop will provide the learners with a new problem-solving perspective that will help them to excel in academic and competitive exams.

This 8-week-long workshop will start on 11th December 2022. The sessions will be held “Online” 3 times a week (Sunday, Tuesday, and Thursday) from 6 pm to 8 pm. Apart from the academic session, there will be scope for self-assessment exams and a good collection of problem sets. All sessions will conduct by the renowned instructors of the “Math Olympiad”.

 
সেশন সময়সূচী (Schedule of the Workshop):
অনলাইন (Online):

সন্ধ্যা ৬ টা – রাত ৮ টা (6pm to 8pm)
প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার (Every Week: Sunday, Tuesday, and Thursday )

অনলাইন প্লাটফর্ম (Online Platform):
জুম, গুগল ক্লাসরুম  (Zoom, Google Classroom) 

নিবন্ধন ফি (Registration Fee):
৪৫০০ টাকা (4500Tk)

নিবন্ধন ফি পাঠানোর উপায় ( How to send Registration fee):
পেমেন্ট করার জন্য Bkash এর মেন্যুতে Payment অপশন এ গিয়ে Merchant Account হিসেবে 01738143459 নম্বরে পেমেন্ট করতে হবে।

অথবা, নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি Bkash পেমেন্ট করুন:

https://shop.bkash.com/banglar-math01738143459/pay/bdt4500/DZn82T 

(রেফারেন্স হিসেবে শিক্ষার্থীর নাম উল্লেখ করতে হবে)

এছাড়া Nagad/Upay/Rocket এ রেজিস্ট্রেশন ফী দিতে চাইলে Send Money করতে হবে পার্সোনাল নম্বরে (Personal Number) –
 01875957325 (Nagad)
 01536264079 (Rocket/Upay)

রেজিস্ট্রেশন লিঙ্ক (Registration Link): https://forms.gle/mJ8DJfgrRRNGEsX59
ফেসবুক ইভেন্ট লিঙ্ক (Facebook Event Link): facebook/সংখ্যা থেকে Geometry
যে কোন প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে মেসেজ পাঠাতে পারেন। (For any query, please send text in our Facebook page)।
অথবা যোগাযোগ করুন (You can also contact through),
ইমেইল (Email): contact.banglarmath@gmail.com
মোবাইল নম্বর (Mobile No.): 01738-143459, 01828458737, 01536264079
WhatsApp: 01738-143459

Idea Hackathon: Kit to Teach

Kit to Teach event banner

 

গণিত বিষয়টি অনেকের কাছে যেমন ভয়ের ঠিক তেমনি অনেকের কাছে আনন্দের। ৮-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অঙ্ক শেখার মূল চ্যালেঞ্জ হল, তারা যোগ-বিয়োগ-গুণ ও ভাগের মূল ধারণাটা বুঝতে পারে না। প্রক্রিয়া একবার শিখলেও খাতা কলমে একই অঙ্ক বার বার করতে করতে ত্যক্ত বিরক্ত হয়ে শেষমেষ অঙ্ক করাই ছেড়ে দিতে হয়।  

তাই বাংলার ম্যাথ শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক কিছু শিখন উপকরণ নিয়ে কাজ করছে, যাতে ৮-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা খেলাচ্ছলেই শিখে যায়, গণিতের নানা কিছু। তারই ধারাবাহিকতায় বাংলার ম্যাথ এর সৌজন্যে বুয়েট ব্রেইন টিজার ক্লাব নিয়ে এলো Idea Hackathon: kit to Teach

দুনিয়ার সকল আইডিয়াবাজ এক হও।।

প্রতিযোগিতার নিয়মাবলি (Rules to Apply):
১। একক/দলীয়ভাবে অংশগ্রহণ করা যাবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
২। লিখিত আইডিয়া এবং সেটির একটি ভিডিও উপস্থাপনা মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
৩। মেইল জমা দেয়ার শেষ তারিখ  – ১৯ আগস্ট ২০২২ রাত ১১:৫৯
৪। ৮-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য যোগ/বিয়োগ/ গুণ/ ভাগের যেকোন একটি বিষয়ের উপর আইডিয়া দিতে হবে।
 
কিভাবে সাবমিট করবো (How to Submit):
বাংলার ম্যাথ থেকে প্রদত্ত ফরম্যাট এ আইডিয়াটি লিখতে হবে। উপকরণের একটি প্রোটোটাইপ বানাতে হবে। শিক্ষার্থীরা উপকরণটি কিভাবে ব্যবহার করবে তার একটা শর্ট ভিডিও বানাতে হবে। (ভিডিওতে উপকরণটির ব্যবহার পরিষ্কারভাবে দেখাতে হবে এবং ভিডিওর ছবি ও ভয়েস পরিষ্কার হতে হবে)
 
আইডিয়ার সংখ্যা (Number of Idea):
এক বা একাধিক (একের অধিক ভালো উপকরণের আইডিয়া দিতে পারলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে)।
 
শিক্ষা উপকরণ বানানোর প্রসঙ্গে (Guideline to Develop Learning Kit):
উপকরণটি যদি সহজে বানানো সম্ভব হয় তবে উপকরণের workable prototype বানিয়ে প্রেজেন্ট করতে হবে। আর সম্ভব না হলে একটা কাছাকাছি মডেল বানিয়ে উপকরণটির ব্যবহার দেখাতে হবে। নিচের লিঙ্কে কিছু ভিডিও শেয়ার করা হলো
 
প্রয়োজনীয় যোগাযোগ (Contact):
contact.banglarmath@gmail.com

SALAMI MATH CONTEST

Are you upset about not getting salami? Here’s your chance to WIN SALAMI by doing MATH!!
Participate on: July 12 from 4:30 pm to 10.30 pm.
Event Rules:
1. Like Banglar Math’s Facebook page.
2. Share this post.
3. Tag your relatives/ friends/ juniors who are upset about not getting the desired salami.
4. Participate in the contest and try to win the salami contest.
 
 
সালামি না পেয়ে মন খারাপ?
তাহলে আপনার জন্য রয়েছে ম্যাথ করে সালামি জেতার সুযোগ!
12 জুলাই বিকাল ৪:৩০ থেকে রাত ১০:৩০ এর মধ্যে অংশগ্রহণ করুন।

নিয়মাবলী:
১. Banglar Math এর ফেসবুক পেইজ লাইক করুন।
২. এই পোস্টটি শেয়ার করুন।
৩. আপনার আত্মীয়/বন্ধু/জুনিয়রদের ট্যাগ করুন যাদের সালামি না পেয়ে মন খুব খারাপ।
৪. সালামি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং সমাধান করে সালামি জিতে নিন।
 
সালামি প্রতিযোগিতার লিঙ্ক: testmoz.com/q/salami-math-contest
ইভেন্ট লিঙ্ক: www.fb.com/events/5688053801225756

Frequently Asked Questions (FAQs):

১। কিভাবে আমি সালামী পেতে পারি?

সবার আগে তো কন্টেস্ট এ অংশগ্রহণ করতে হবে। এবং অবশ্যই তথ্যগুলো পূরণ করতে হবে।

 

২। কন্টেস্ট এর প্রশ্ন কেমন হবে? আমি তো ‘ক’ ক্লাসে পড়ি?

কন্টেস্টটি যেহেতু সবার জন্য উন্মুক্ত সেহেতু প্রশ্ন সবার করা চিন্তা করেই প্রণয়ন করা হবে। আর প্রশ্ন আশা করছি সবাই উত্তর করতে পারবে।

 

৩। যারা অংশগ্রহণ করবে সবাই কি সালামী পাবে?

আমাদের পক্ষ থেকে সবাইকেই সালামী দেয়ার ইচ্ছা আছে । তবে সেটি অনেক কিছুর উপর নির্ভর করবে। আপাতত অপেক্ষা করতে হবে।

 

৪। কন্টেস্ট এর সময় কতক্ষণ?

পরীক্ষার লিঙ্কটি ১২ জুলাই বিকাল ৪:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে পরীক্ষার সময় ৩০ মিনিট। সমস্যা থাকবে ৫-৬টির মত । পরীক্ষার প্লাটফর্ম testmoz (কিছুটা গুগল ফর্মের ন্যায়)।

Summer Math Camp

Workshop: Summer Math Camp

Do you love math? How do you perceive the word ‘mathematics’? Is it just a mere subject confined between your pen and notebook? Or is it the language through which the universe communicates with you? From making paper planes to building spaceships for exploring Mars, mathematics is anywhere and everywhere. Mathematics means fun; mathematics does magic; mathematics brings joy. What if we could get you back into this fun world of math?

Well, that opportunity is in front of you now! ‘Banglar Math’ brings you a magical voyage through the ocean of mathematics.
So do register & let’s dive into it.

তুমি কি গণিত ভালবাসো? ‘গণিত’ ব্যাপারটিকে তুমি কীভাবে উপলব্ধি করো? এটি কি কেবল কলম এবং নোটবুকের মধ্যে সীমাবদ্ধ একটি ক্ষুদ্র জিনিস? নাকি এটা সেই ভাষা যার মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড তোমার সাথে যোগাযোগ স্থাপন করে? কাগজের প্লেন বানানো থেকে শুরু করে অনতিদূর মঙ্গলে যাওয়ার স্পেসশিপ তৈরি করা; সর্বত্র গণিতের জয়জয়কার । গণিত মানে মজা; গণিত মানে জাদু; গণিত মানে প্রাণে আনন্দের জোয়ার। কেমন হয় যদি আমরা তোমাকে গণিতের এই মজার রাজ্যে ঘুরিয়ে আনতে পারি?

সেই অসাধারণ সুযোগ এখন তোমার সামনে! ‘বাংলার ম্যাথ’ তোমার জন্য গণিত-সমুদ্রের অতল গভীরে ডুব দেয়ার এক জাদুকরী যাত্রার সুযোগ করে দিচ্ছে। তাই দেরি না করে এখনই নিবন্ধন করে ফেলো!

Worshop Details

Timeline: 30th June 2022 – 2nd July 2022

Age Group: 9 -14 years (class/standard 5 – class/standard 8) 

Session Duration: Day-long 

Registration Fee: 3500/- Tk for each participants.

Payment Method: Send money to – +8801536264079 (using Bkash/Nagad/Rocket)

Location: House- 416, Road- 30, Mohakhali DOHS, Dhaka-1206.

Contact: Cell No. – +8801738-143459, mail to – contact.banglarmath@gmail.com

Frequently Asked Questions (FAQs)

See your query about the workshop here...

Topics incorporate the fundamental concepts of Number theory, Algebra, geometry, Game theory, Mathematics of DIY, and many more for the learners aged between 9-14 years. The art of solving problems is the primary focus while embarking on any concept. Each topic will be discussed from scratch to a broad spectrum. So, the program is designed for inquisitive learners who may be a beginner but wants to go far.

Each session will last for max. 2 hours. There will be a break between the sessions.

Yes. You have to use your transaction id (you’ll get that immediately after payment) in the registration form. Without that, you can’t submit the form.

The number in the event description (01536264079) is a personal number. From your nearest shop where bkash/nagad/rocket mobile banking is available, you can send the amount without any hassle.

For immediate response, send your message to our Facebook page: facebook/BanglarMath

You can also reach us by cell: 01738-143459, or email: contact.banglarmath@gmail.com